শাহবাগে গেলেই মিলবে লাখ টাকা ঋণ, অহিংস গণঅভ্যুত্থানের আহ্বায়ক আটক
বিপ্লব বার্তা রিপোর্ট: শাহবাগে জনসভার পর ‘বিনা সুদে লাখ টাকা ঋণ’ দেয়ার কথা বলে মানুষ জড়ো করার চেষ্টায় থাকা অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৫ নভেম্বর) তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খলিল মনসুর।
তিনি জানান, ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি ১ লাখ টাকা ঋণ দেয়া হবে, এজন্য শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হতে হবে।’
এমন প্রচারণা চালিয়ে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষ জড়ো করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ উঠেছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের বিরুদ্ধে। এ অবস্থায় সংগঠনটির আহ্বাককে আটক করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.