জানা যায়, আগামী বড়দিন উপলক্ষে অর্থাৎ ২০ ডিসেম্বর ভারতে মুক্তি পেতে যাচ্ছে ‘চালচিত্র’ সিনেমাটি। সিনেমাটির মাধ্যমে শাকিব খান, জয়া আহসানদের পর ভারতে অভিষেক হতে যাচ্ছে অপূর্বর। গতকাল (রবিবার) সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুক পেজ থেকে অপূর্বর লুকের পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না, কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব’।
সিনেমা বোদ্ধারা আভাস দেওয়ার চেষ্টা করেছেন যে, হয়তো ‘চালচিত্র’ দিয়ে অপূর্ব তাঁর নতুন এই চমক দেখাবেন। প্রকাশিত লুকে দেখা যাচ্ছে, অপূর্বর মুখভর্তি খোঁচা খোঁচা দাড়ি। ধূসর চোখে তাকিয়ে হাসছেন। তার চোখের ওপর থেঁতলে গেছে। লুক পোস্টার প্রকাশের পর দর্শকদের বিভিন্ন রকম মন্তব্য চোখে পড়ছে।
নেটিজেনদের একজনে লিখেছেন, ‘আর যেন অপেক্ষা করতে পারছি না! কবে যে সিনেমাটা দেখব, সেই অপেক্ষায় আছি।’ অন্য আরেকজন লিখেছেন, ‘অপূর্বকে দারুণ লাগছে।’ শারমিন আক্তার নামে একজন লিখেছেন, ‘পোস্টারে দেখে রহস্যময় মানবের মতো লাগছে।’
গত অক্টোবর মাসে প্রকাশ পেয়েছিল সিনেমাটির টিজার। ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটিতে পাওয়া যায় টান টান রহস্যের আভাস। বোঝা যাচ্ছিল, সিনেমাজুড়ে ভরপুর লুকোচুরির খেলা রয়েছে। যেখানে অপূর্ব ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তী, যেখানে বিশেষভাবে নজর কেড়েছেন অপূর্ব।
দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ারে একটি মাত্র চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ‘গ্যাংস্টার রিটার্নস’ নামের সেই ছবির অভিজ্ঞতা অপূর্বর জন্য মোটেও সুখকর ছিল না। তবে এরপর তাঁকে নিয়ে একাধিক প্রযোজক–পরিচালকের চলচ্চিত্র বানানোর আগ্রহ প্রকাশের খবর শোনা গিয়েছিল। কিন্তু কোনোটিকে ‘হ্যাঁ’ বলেননি অপূর্ব।
পরবর্তীতে গত বছরের সেপ্টেম্বরে ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজক ও পরিচালকের আগ্রহে সেখানকার ছবিতে কাজের জন্য কথাবার্তা বলেন অপূর্ব। এরপর গল্প পছন্দ হলে ছবিটিতে অভিনয় করতে সম্মত হন।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.