আন্তর্জাতিক ডেস্ক: আদানি ইস্যুতে সম্প্রতি উত্তপ্ত ভারতের রাজনৈতিক অঙ্গন। মোদি সরকারের বিরুদ্ধে আদানির পক্ষ নেওয়ার অভিযোগ আনে বিরোধী দলের নেতারা। যদিও এ বিষয়ে এতদিন কোনো মন্তব্য করেননি মূল ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা গৌতম আদানি।
শনিবার (৩০ নভেম্বর) ভারতের রাজস্থানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন আদানি। মার্কিন আদালতে গ্রেফতারি পরোয়ানার পর প্রথম জনসম্মুক্ষে আসেন এই ধনকুবের। এবার নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুস কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন তিনি।
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলেন, তার প্রতিষ্ঠান বিশ্বমানের নিয়ন্ত্রক নীতিমালা অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগেও অনেকবার এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন তারা। প্রতিটি আক্রমণ আদানি গ্রুপকে আরও শক্তিশালী করে তোলে এবং প্রতিটি বাধা তাদের আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে।
তিনি বলেন, ‘স্বার্থান্বেষী অনেক প্রতিবেদন সত্ত্বেও, আদানি গ্রুপের কেউই ফরেন করাপ্ট প্র্যাক্টিসেস অ্যাক্ট এর কোনো লঙ্ঘন বা ন্যায়বিচার বিঘ্নিত করার ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত হয়নি। আজকে পৃথিবীতে নেতিবাচকতা সত্যের চেয়ে দ্রুত ছড়ায়। আমরা যখন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি, আমি আবারও নিশ্চিত করতে চাই যে আমরা বিশ্বমানের নর নিয়ন্ত্রক নীতিমালা মেলে চলার প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।’
এদিকে, আদানিসহ বাকি তিনজনের গ্রেফতারি পরোয়ানা নিয়ে ভারতকে কোনো তথ্যই দেয়নি মার্কিন আদালত। স্থানীয় সময় শুক্রবার এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
তিনি আরও জানান, অভিযুক্তদের সমন কিংবা গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত নোটিশ পাঠানোর কোনো অনুরোধও করা হয়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.