এর আগে গত রোববার (০১ ডিসেম্বর) ছিল খায়রুল বাসারের জন্মদিন। মায়ের সঙ্গে দিনটিকে একটু বিশেষভাবে সময় কাটাবেন বিধায় সেদিন তিনি শুটিং রাখেননি। আবার সোমবার থেকে টানা বেশ কয়েক দিন জামালপুরে নাটকের শুটিংয়ে আছেন তিনি।
অভিনেতার জন্মদিনে উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। তাদের কৃতজ্ঞতা জানিয়ে এক সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্ট দেন অভিনেতা।
খায়রুল বাসার লিখেছেন— কি করে এত ভালোবাসেন আপনারা? আপনাদের ভালোবাসার কাছে নিজেকে নিঃস্ব লাগে। সামান্য এক ছেলে হিসেবে আপনাদের যে ভালোবাসা পেয়েছি এতটুকু জীবনে, তাতে আমি নিজেকে বিত্তবান না ভেবে পারি না।
তিনি বলেন, আমার যতটুকু ঐশ্বর্য আছে বলে মনে করি, তা আপনাদের ভালোবাসা। আপনাদের যেন এভাবেই পাশে পাই, মরণের পরও যেন আমার একা বোধ না হয়। যেন দোয়া পাই আপনাদের। আমি অত্যন্ত আপ্লুত।
অভিনেতা আরও লিখেছেন— জন্মদিনের অগণিত শুভেচ্ছাবার্তার কোনো প্রতিউত্তর এখনো দিতে পারিনি। ব্যস্ততা অনুপাতে আমার সামর্থ্যকে মেনে নিন। আপনাদের সবার লেখাই পড়া হয়, আপনারা প্রত্যেকেই আমার একান্ত ভালোবাসা।
বাসার বলেন, আপনাদের শুভাশিস আমাকে সুন্দর , সাহসী ও সৎ রাখবে আমার চিন্তায়, পথচলায় এবং লক্ষ্যে । নিশ্চয়ই ভালো কাজের মধ্য দিয়ে আপনাদের পাশে থাকব। ইনশাআল্লাহ। ভালোবাসা জানাবেন, কৃতজ্ঞতা জানবেন।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.