সোমবার সকালে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন যুবদল সভাপতি আবদুল মানায়েম মুন্না।
তিনি বলেন, ভারত সরকার কূটনৈতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশটি একটি দাঙ্গা প্রবণ রাষ্ট্র, তারা নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না। কতিপয় রাজনৈতিক নেতা উসকানিমূলক বক্তব্য ও ভারতীয় মিডিয়া অপপ্রচার চালিয়ে দেশের সাম্প্রদায়িকতা বিনষ্টের চেষ্টা করছে।
শেখ হাসিনার পতন ভারত মেনে নিতে পারছে না উল্লেখ করে যুবদল সভাপতি বলেন, গণহত্যাকারী হাসিনাসহ অনেককে আশ্রয় দিয়ে ভারত এখন অপরাধীদের আশ্রয়স্থল। ভূখন্ডের বিরুদ্ধে যেকোন চক্রান্তের ঐক্যবদ্ধ থাকার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বলা হয়, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের গ্রেপ্তার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। দেশের ভূখন্ডের চক্রান্তের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্ছার থাকবো।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.