চালের গুঁড়া ও মধু: একটি ছোট পাত্রে এক টেবিল চামচ চালের গুঁড়া এবং মধু মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে মেখে রাখুন পনেরো মিনিটের জন্য। এরপর আলতো ভাবে ত্বক ম্যাসাজ করে কুসম গরম পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুই-তিন দিন এই মাস্ক ব্যবহার করলে ত্বকের ওপর থেকে মৃত কোষের স্তর সরে যাবে, ত্বকের জেল্লা ফুটে উঠবে।
টক দই ও লেবুর রস: একটি ছোট পাত্রে ২ টেবিল চামচ টক দই এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে মেখে রাখুন দশ-পনেরো মিনিটের জন্য। তারপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তবে যাদের ত্বক খুব স্পর্শকাতর, তারা এই মাস্ক মাখার আগে প্যাচ টেস্ট করে নেওয়া প্রয়োজন।
কলা ও অ্যালোভেরা জেল: একটি ছোট পাত্রে পাকা কলা ভালো করে চটকে নিন। তার সঙ্গে পরিমাণ মতো অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ মুখে মেখে রাখুন পনেরো মিনিটের জন্য। তারপর কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। র
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.