তবে দ্বিতীয় লটের আগেই জানা গেল সিনেমাটিতে থাকছেন না ঋতুপর্ণা। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কলকাতার আরেক জনপ্রিয় তারকা শ্রীলেখা মিত্র।
রোববার (৮ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ। তিনি বলেন, শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতে সম্প্রতি কলকাতায় গিয়েছিলাম। শনিবার (৭ ডিসেৃম্বর) ফিরেছি। শ্রীলেখাকে পেয়ে আমরা আনন্দিত।
নির্মাতা জানান, চিত্রনাট্যে ঋতুপর্ণার চরিত্রের যে পরিধি ছিল সেটি আরও বাড়ছে শ্রীলেখাকে ভেবে। আর শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এ বদল করেছেন তিনি।
ধারণা করা হচ্ছে, ‘তরী’ থেকে ঋতুপর্ণার বাদ পড়ার মূল কারণে রয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস। ফেরদৌস আহমেদের সঙ্গে বেশ ভালো বন্ধুত্ব ঋতুপর্ণার। দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন।
নির্মাতা চাননি, ফেরদৌসের সূত্র ধরে সিনেমাটির শুটিং ও মুক্তিতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হোক। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় সিনেমার প্রথম ধাপের শুটিং সম্পন্ন হয়েছে। আগামী মাসেই সিলেটে দ্বিতীয় ধাপের শুটিংয়ে যুক্ত হবেন শ্রীলেখা।
শুটিং-ডাবিং শেষ করে ২০২৫ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতার। শ্রীলেখার সঙ্গে এতে থাকছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিনয়শিল্পী। অভিনয় করবেন ডিপজল, জিনাত শানু স্বাগতা, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, শম্পা রেজা প্রমুখ।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.