রোববার (২২ ডিসেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
সংস্থাটি গণমাধ্যমকে জানায়, দেশ থেকে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ রয়েছে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে।
এর আগে, ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ এবং শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ১৭ ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়।
দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্পসহ ৯টি প্রকল্পে এসব অনিয়ম–দুর্নীতি হয়েছে।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.