বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস বলেছেন, অবরুদ্ধ উত্তর গাজায় ইসরাইলের নিবিড় সামরিক অভিযানের কারণে স্বাস্থ্যসেবা সীমিত হয়ে পড়েছে। এমন আবহে ‘বিপর্যয়কর পরিস্থিতি’ সম্পর্কে সতর্ক করেছেন তিনি।
রোববার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।
তিনি বলেন, ‘উত্তর গাজার পরিস্থিতি বিপর্যয়কর। গুরুতরভাবে সেবা কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। এ কারণে চিকিত্সা সরবরাহের ঘাটতি মানুষকে জীবন রক্ষাকারী জরুরি সেবা থেকে বঞ্চিত করছে’।
কামাল আদওয়ান এটি উত্তর গাজার শেষ কার্যকরী হাসপাতাল। যা শুক্রবার ইসরাইলি বাহিনীর আক্রমণের শিকার হয়। ওই ৩০ জন স্বাস্থ্যসেবা কর্মীকে গ্রেফতার করার পর শনিবার ভোরে ইসরাইলি সেনারা চলে যায়।
টেড্রোস বলেছেন, ‘গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্যকে জানিয়েছে, হাসপাতালের কর্মীদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষ সাময়িকভাবে যোগাযোগ হারিয়েছে। ইসরাইলের অবরোধ শেষ হলেও সেখানে চিকিৎসক, নার্স এবং রোগীদের ভারি মূল্য দিতে হয়েছে’।
ইসরাইলের বর্বরোচিত হামলায় সেখানে নারী-শিশুসহ কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নির্মমভাবে নিহত হন। এর ফলে গত ২২ দিনের অবরোধ ও অভিযানে উত্তর গাজায় নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গেছে।
ইসরাইল সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কাছে হাসপাতাল এলাকায় হামাস নেতা সদস্যদের লুকিয়ে থাকার গোয়েন্দা তথ্য রয়েছে। এজন্যই তারা হাসপাতাল ও হাসপাতাল এলাকায় অবস্থান করছে। নিয়মিত তল্লাশী ও সামরিক অভিযান পরিচালনা করছে।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.