সোমবার দিবাগত রাতে, মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজন সক্রিয় ডাকাত, পাঁচজন পেশাদার ছিনতাইকারী ও তিনজন পেশাদার চোরকে গ্রেফতার করে। এছাড়া, ডিএমপি অ্যাক্টে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সব মিলিয়ে একই দিনে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। এ তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
গ্রেফতারদের মধ্যে রয়েছেন— শিহাব হাওলাদার (২৫), শুভ (২৩), আব্বাস মির (২৪), রাকিব (২৩), লিটন (১৮), রানা (২৭), রনি (২২), ওমর ফারুক (২৯), সালাউদ্দিন আহম্মেদ লিটন (৪৫), আসাদ (২১), তমাল হোসেন (২২), রবিন (২০) এবং নাহিদ (২১)।
অন্যদিকে, সোমবার রাত ০৩.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল যৌথ অভিযান চালিয়ে জেনেভা ক্যাম্পের ব্লক-জি, বাসা নং-৫০৮ এর ৪র্থ তলা থেকে ৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন— হিরা (২৮), সজীব (১৪), লিটন (৩১), মিঠুন (৩০), রাজু (৩০), ইয়াছিন (২০) ও মুন্না (২০)। এ সময় তাদের কাছ থেকে দুটি রিভলবার, ২০ রাউন্ড গুলি এবং পাঁচটি চাপাতি উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে সংশ্লিষ্ট মামলা মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে রুজু করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.