ইসরাইল দক্ষিণ লেবাননের আক্রমণ করার পর ১৯৭৮ সালে ইসরাইলের সঙ্গে থাকা দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে জাতিসংঘের শান্তিরক্ষীদের মোতায়েন করা হয়। এই শান্তিরক্ষী বাহিনীটি ‘ইউএন ইন্টেরিম ফোর্স ইন লেবানন’ বা ইউএনআইএফআইএল নামে পরিচিত।
বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি রকেট ইউএনআইএফআইএলের সদর দফতরে আঘাত হানে। এতে একটি গাড়ির ওয়ার্কশপে আগুন ধরে যায়। রকেটটি সদর দফতরের উত্তর দিক থেকে নিক্ষেপ করা হয়, সম্ভবত এই হামলা হিজবুল্লাহ বা তাদের সহযোগী গোষ্ঠীর।
মন্ত্রণালয় ঘটনার নিন্দা করে জানিয়েছে, ‘নাকোরায় রকেট আঘাতে ইউনিফিল কন্টিনজেন্টের আট অস্ট্রিয়ান সেনা আহত হয়। তারা কেউ গুরুতর আহত নয়। কোথা থেকে এই হামলা হয়েছে তা বর্তমানে বলা সম্ভব নয়’।
আল জাজিরা বলছে, অক্টোবরের শুরু থেকে ইউএনআইএফআইএলের সদর দফতরে অন্তত ২০ দফা হামলা করেছে ইসরাইল। এমনকি তারা সরাসরি গুলিও ছুড়েছে। ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করার ঘটনাও ঘটেছে। এ নিয়ে বিশ্বজুড়ে ইসরাইলের বিরুদ্ধে তীব্র সমালোচনা হয়। তবে এবারই প্রথম হিজবুল্লাহর বিরুদ্ধে এমন অভিযোগ এল। আগের প্রত্যেকবার এ অভিযোগ উঠেছিল ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে।
জাতিসংঘের প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ওই এলাকায় জাতিসংঘের শান্তিরক্ষীদের চলাচলও নিয়মিতভাবে বাধার সম্মুখীন হচ্ছে।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.