বিনোদন ডেস্ক: ঢালিউডে যাত্রা শুরু করেই এক সম্ভাবনাময়ী নায়িকা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। প্রথম সিনেমা দিয়েই সাফল্য পান। তারপর বেশ কিছু সিনেমা করে ঢালিউডে নিজের অবস্থান শক্ত করেন। কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত মাহিকে নিয়ে যায় অন্ধকারে- এমনটাই বলছেন সিনেবোদ্ধারা। দর্শকের ভালোবাসা পুঁজি করে ক্ষমতার নেশায় ধরে তাকে। তিনি নাম লেখান রাজনৈতিতে। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তিনি।
[caption id="attachment_552" align="alignnone" width="300"] অভিনেত্রী মাহিয়া মাহি[/caption]
সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপত্র চেয়েছিলেন। দল তাকে মনোনয়ন দেয়নি। স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে জিততে পারেননি। সেখান থেকেই শুরু হয় তার পতন। ভেঙ্গে যায় তার তৃতীয় সংসারও।
আরো পড়ুন সাদিয়া আয়মান মজেছেন নির্মাতা রনির প্রেমে !
ফের ফিরতে চান অভিনয়ে। কিন্তু পাচ্ছেন না কাজ। সব মিলিয়ে কর্মহীন হয়ে পড়েছেন মাহি। তবে মাঝে মধ্যে শো-রুম উদ্বোধনের কাজে ডাক পড়ে তার।
[caption id="attachment_553" align="alignnone" width="300"] অভিনেত্রী মাহিয়া মাহি[/caption]
বর্তমান রাজনৈতিক কর্মকান্ড নিয়ে জানতে চাইলে মাহি বলেন, ‘এই মুহূর্তে রাজনীতি নিয়ে কিছু বলতে চাই না। এখন আমার পরিচয় শুধুই শিল্পী, আমি এখন শুধুই একজন অভিনেত্রী।’ বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মাহি বলেন, ‘কয়েকটা কাজ নিয়ে কথা চলছে। কোনোটাই চূড়ান্ত হয়নি। দেশের যে অবস্থা ছিল, তা একটু একটু করে উত্তরণের দিকে যাচ্ছে। আস্তে আস্তে সব কিছু স্থিতিশীল হচ্ছে। আশা করছি দ্রুত কাজ শুরু করতে পারবো।’
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.