বিশ্বের দাম্ভিক-সাম্রাজ্যবাদ-বিরোধী সংগ্রামের দিবস তথা ঐতিহাসিক ৪ নভেম্বর উপলক্ষে শনিবার সকালে রাজধানী তেহরানে আসা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ বিভিন্ন পর্যায়ের ছাত্রদের এক সমাবেশে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
আরো পড়ুন লেবাননে ইসরাইলের বিমান হামলায় বাংলাদেশি নিহত
ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে ইরানি জাতির সংগ্রাম আমাদের প্রিয় জাতি আর দেশের ওপর মার্কিন সরকারের অবিচারপূর্ণ ও নির্লজ্জ আধিপত্যকামিতা থেকেই উদ্ভূত।
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের ইরান সহায়তা করে, এমন দাবি পশ্চিমাদের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি নিয়ে বরাবরই অভিযোগ দিয়ে আসছে।ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আক্রমণের পর ইসরাইল ‘দৈত্যরূপে’ দেশটিতে প্রতিদিন হামলা চালিয়ে আসছে।
এদিকে, ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ ও হুথি ইসরাইলে হামলা চালায়।এরমধ্যে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাধে ইসরাইলের। এর মধ্যে ইরানও হামলা চালায় দেশটিতে। ইসরাইলও পাল্টা হামলা চালিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছে।যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্রের মাধ্যমে ইসরাইল হামলা করে থাকে।ফলে এ দুই মিত্র দেশকে হুমকি দেন খামেনি।
তিনি তার বক্তৃতায় ইয়েমেনের হুথি বিদ্রোহী, লেবাননের হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠী হামাসসহ তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোটের কথা উল্লেখ করেন।ইসরাইলি হামলায় নিহত ইরানি সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খামেনি বলেন, ইসরাইলের বিরুদ্ধে তাদের সংগ্রাম কখনো ভুলে যাওয়া হবে না।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর তেহরানের হামলার প্রতিশোধ হিসেবে গত ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরাইল।নিজ দেশে বড় মাপের হামলার ভয়ে ইসরাইল এখন তাদের হামলার প্রতিক্রিয়া থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করছে।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.