প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৩:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৮:০৩ পূর্বাহ্ণ
ভারতকে ধবলধোলাই করে নিউজিল্যান্ডের ইতিহাস
স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড ও ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে ছিলেন ঋষভ পন্ত। প্রথম দল হিসেবে তিন বা তার চেয়ে ম্যাচের সিরিজে ভারতের মাটিতে ভারতকে ধবলধোলাই নিউজিল্যান্ড করতে পারবে কি না, এই প্রশ্নের জবাব শুধু পন্তের কাছেই ছিল। ‘১১ বনাম ১ জনের’ এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে নিউজিল্যান্ডেরই। ভারতকে ২৫ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজে করেছে ধবলধোলাই।
নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে ধবলধোলাই হলো ভারত। ২০০০ সালে একমাত্র দল হিসেবে ভারতকে তাদেরই মাটিতে ধবলধোলাই করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে সেটি ছিল দুই ম্যাচের সিরিজ। তিন বা তার চেয়ে বেশি ম্যাচের সিরিজে এবারই প্রথম।