স্টাফ রিপোর্ট: বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও চিন্তাবিদ, ফ্রান্স প্রবাসী পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘ভারতের সরকারকে আমি বলে দিতে চাই, আপনারা হাসিনার সরকারকে আপনাদের রাজনৈতিক এবং কুটনৈতিক সমর্থন দিয়ে টিকিয়ে রেখেছিলেন। বাংলাদেশের জনগন এটা ভুলবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগন দেখিয়ে দিয়েছে কীভাবে বিপ্লব দেখতে হয়, কীভাবে ফ্যাসিবাদ হটাতে হয়, কীভাবে রক্ত দিতে হয়, কীভাবে বন্দুকের গুলির সামনে বুক চিতিয়ে দাড়াতে হয়। আমরা আঠারো কোটি জনগন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য আবু সাইদের মতো বুক চিতিয়ে দাড়াবো ভবিষ্যতে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত একটি ভিডিওতে কোনো এক জনসমাবেশে (প্রবাসে) তাঁকে এসব কথা বলতে দেখা যায়।
আওয়ামী শাসনের উপর পিনাকী ভট্টাচার্য ব্যাপক ক্ষ্যাপা। বাংলাদেশের তরুণদের মাঝে তার জনপ্রিয়তা আকাশচুম্বী। বাংলাদেশের বিশাল একটি তরুণ প্রজন্ম তার ভিডিও দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। বলা হয়ে থাকে বাংলাদেশে এখন সবচেয়ে ট্রেন্ডি হলেন কিনাকী ভট্টাচার্য। ফ্যাসিবাদ বিরোধী তার প্রত্যেকটি বক্তব্যই এখন ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে।
বস্তুত পিনাকী ভট্টাচার্য রেফারেন্স ও যুক্তি দিয়ে সরকারের বিস্তারিত সমালোচনা করেন। তার বলার ভঙ্গি অসাধারণ। একজন সুবক্তাও বটে। তিনি কথা বলেন বাংলাদেশের জনগণের মনের ভাষায়।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.