শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদীঘি ময়দানে গণসমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে জেলা ও উপজেলার নেতাকর্মীরা দুপুর থেকে লালদীঘিতে জমায়েত হতে শুরু করে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে নুরু বলেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে হবে। ছাত্র-জনতার রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না।
চট্টগ্রাম থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রয়োজনে ঢাকায় মহাসমাবেশের কথা বলেন নুরু।
কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে নুরুল হক বলেন, ‘যার যার রাজনীতি করুন কিন্তু আওয়ামী লীগ নিয়ে অবস্থান পরিষ্কার করতে হবে। দেশের টেন্ডার, দখল ও চাঁদাবাজি আগের মতোই আছে, শুধু হাতবদল হয়েছে দাবি করে বলেন, সিস্টেম পরিবর্তন হয়নি। তা পরিবর্তন করে কাজ করবে গণঅধিকার পরিষদ।
সম্পাদকীয় কার্যালয়
দৈনিক বাংলা মোড়
ঢাকা-১০০০
Copyright © 2025 Biplob Barta BD. All rights reserved.