বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Homeলীডডোনাল্ড ট্রাম্পের টুইট পোস্টের জবাব দিলেন মুশফিকুল ফজল আনসারী

ডোনাল্ড ট্রাম্পের টুইট পোস্টের জবাব দিলেন মুশফিকুল ফজল আনসারী

 স্টাফ রিপোর্ট: বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং এবারের নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছেন এর জবাব দিয়েছেন সদ্য রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া সিনিয়র সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।

গতকাল শুক্রবার (১ নভেম্বর) মুশফিকুল ফজল আনসারী এক্সে (পূর্বের টুইটার) লিখেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার গুরুত্ব অনুধাবন করার জন্য, তা সংখ্যালঘুরা বিশ্বের যেখানেই হোন কিংবা যে ধর্মেরই। তবে প্রকৃত পরিস্থিতি বুঝতে সঠিক তথ্য যাচাই করা অত্যন্ত জরুরি। আজই সুইডেন-ভিত্তিক সংবাদ সংস্থা @NetraNews একটি ফ্যাক্ট-চেক রিপোর্ট প্রকাশ করেছে, যা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রচারিত তথ্যের প্রকৃত চিত্র তুলে ধরেছে।

আরো পড়ুন  যে কারনে বন্ধ হলো ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন

ওই পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী নেত্র নিউজের অনুসন্ধানী প্রতিবেদনের লিংক জুড়ে দেন। আক্রান্তদের যথাযথ সহায়তা প্রদান এবং শান্তি প্রতিষ্ঠায় সঠিক তথ্য নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চার দিন আগে, বৃহস্পতিবার এক টুইটে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে তাদের বিরুদ্ধে হামলা ও লুটপাট চলছে। বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।

ট্রাম্প তার প্রশাসনের সময়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি বলে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, কমলা ও জো (প্রেসিডেন্ট বাইডেন) বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করে চলেছেন। তারা বিভিন্ন ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি করেছেন। আমরা আবার আমেরিকাকে শক্তিশালী করব এবং সেই শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।

যুক্তরাষ্ট্রে ধর্মীয় বিদ্বেষ থেকে হিন্দুদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেছেন, আমরা আপনাদের স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের সময় আমরা ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে অংশীদারত্বকে আরও জোরদার করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img

এই বিভাগের অন্যান্য সংবাদ