বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Homeঅর্থনীতিবাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করবেন যেভাবে

বাড়িতে অ্যালোভেরা জেল তৈরি করবেন যেভাবে

ডেস্ক রিপোর্ট

অ্যালোভেরা জেল ত্বক- চুলের জন্য কতটা উপকারী তা কমবেশি সবারই জানা। এ কারণে অনেকেই বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে ব্যবহার কওেরন। চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন উপকারী এই জেল।

যা লাগবে :

অ্যালোভেরার বড় পাতা, ভিটামিন ই তেল, আর সুগন্ধের জন্য সুগন্ধযুক্ত যেকোনও তেল।

কীভাবে বানাবেন :

প্রথমে গাছ থেকে বড় অ্যালোভেরা পাতা কেটে নিন। তারপর অ্যালোভেরার পাতাগুলোকে মাঝখান থেকে কেটে তার ভেতর থেকে জেল বের করে নিন। এরপর একটি ব্লেন্ডারে জেল দিয়ে ভালো করে ব্লেন্ড করে ঘন করে নিন। এবার এতে ভিটামিন ই তেল ও চা গাছের তেল দিতে পারেন। আবার সুগন্ধযুক্ত যদি কোনও তেল থাকে তাও দিতে পারেন। তারপর আরেকবার সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা হয়ে গেলে একটি এয়ার টাইট কাঁচের পাত্রে এই জেলটিকে ফ্রিজে রেখে দিন। অন্তত এক রাত রাখুন । এই ভাবে রাখলে জেলটা বেশ ঘন হবে। তারপর এই জেল আপনি ত্বকে, মুখে মাখতে পারেন। তবে এটি ঠান্ডা জায়গাতেই রাখা বেশি ভালো। এটি ত্বকের জন্য খুব ভালো।

যতদিন আপনি ফ্রিজে রাখবেন ততদিন জেলটি ভালো থাকবে। ত্বক উন্নত রাখতে এই অ্যালোভেরা জেলের সঙ্গে আরেকটি ভিটামিন সি ক্যাপসুলও ভালো করে মিশিয়ে রাখতে পারেন। তাহলে জেলটি কমপক্ষে দু থেকে তিন মাস ভালো থাকবে। রোদে ত্বক পুড়ে যায় কিংবা গা, হাত, পা পুড়ে কোথাও কালো দাগ হয়ে যায় সেখানে অ্যালোভেরা জেল মাখতে পারেন। যদি কোথাও কেটে যায় বা কোনও অংশ রান্না করতে গিয়ে যদি পুড়ে যায়, তাহলেও অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে। আবার যদি আপনার ত্বকে জ্বালা জ্বালা ভাব থাকে কিংবা ছোট ফুসকুড়ি থাকে তাহলে অ্যালোভেরা জেল খুব ভালো কাজ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img

এই বিভাগের অন্যান্য সংবাদ