Home সারাদেশ প্রথম আলোর অফিসে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর

প্রথম আলোর অফিসে দুর্বৃত্তদের হামলা-ভাঙচুর

0

শহরের জলেশ্বরিতলা রেজাউল বাকী সড়কে অবস্থিত প্রথম আলো অফিসে ঘটনা ঘটে। বগুড়ায় প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে দুর্বৃত্তের হামল

বগুড়ায় প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের জলেশ্বরিতলা রেজাউল বাকী সড়কে অবস্থিত প্রথম আলো অফিসে ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাস্তা থেকে পাথর ছুড়ে বাহিরের ডিজিটাল সাইনবোর্ড ও গ্লাস ভাংচুর করে।
তবে এ হামলায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

প্রথম আলো অফিসের সিসি টিভি ক্যামেরা ফুটেজে দেখা যায়, সোমবার রাত ১০টা ৩৩ মিনিটে আটটি মোটর সাইকেলে করে ১৬-১৭ জন দুর্বৃত্ত প্রথম আলো অফিসের সম্মুখে আসে। এ সময় দুটি ব্যাগে পাথর নিয়ে এসে দুর্বৃত্তরা বাহির থেকে তা ছুড়তে থাকে। এরপর ১০টা ৩৫ মিনিটে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার বিষয়ে প্রথম আলো বগুড়া অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার পারভেজ জানান, ঢাকা অফিসে হামলার চেষ্টা হয়েছে, এরপর চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও রাজশাহী কার্যালয়ে হামলা করা হয়েছে। এই হামলার বিষয়ে আমরা আগে থেকেই ভয়ে ছিলাম। বিষয়টি জেলা পুলিশ বিভাগকে জানানো হয়েছিল তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা এ কে এম মঈন উদ্দিন বলেন, ‘আমরা সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করেছি। সেটি পর্যালোচনা করা হচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version