Home স্বাস্থ্যবার্তা চিকিৎসা নিতে এসে আসাদুজ্জামান নূর ও তানভীর ইমামকে শিক্ষার্থীদের কিল-ঘুষি

চিকিৎসা নিতে এসে আসাদুজ্জামান নূর ও তানভীর ইমামকে শিক্ষার্থীদের কিল-ঘুষি

0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে এসে তোপের মুখে পড়েছেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম।

জানা যায়, শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউর প্রিজন সেলে আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে তাদের দেখে ক্ষিপ্ত হন ওই হাসপাতালে আগে থেকে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনে আহত কয়েকজন শিক্ষার্থী।

এ সময় মুহূর্তেই কয়েকজন শিক্ষার্থী গিয়ে তাদের এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় তারা ‘সন্ত্রাসী’ ও ‘ছাত্র হত্যাকারী’ বলে চিৎকার করতে থাকেন।

পরে উপস্থিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিএসএমএমইউ প্রক্টর ডা. শেখ ফরহাদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version