Home সাবলীড বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করছে পাশের দেশের মিডিয়া

বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করছে পাশের দেশের মিডিয়া

0
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর

বিপ্লব বার্তা রিপোর্ট: রংপুর: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে রংপুরে এক সফরে সংখ্যালঘু ও ইসকন ইস্যু নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন   দেশের উন্নয়ন সম্ভব নয় পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে: প্রধান উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে (বাংলাদেশে) কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে অনেক মিথ্যা প্রচার করে। বাংলাদেশের গণমাধ্যম সত্য খবর প্রচারের মাধ্যমে তাদের ‘মিথ্যা প্রচারকে বন্ধ করতে পারে।

জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে হওয়া ঢালাও মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনের আওতায় আনবো। মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি পেতে না হয়, তা নিশ্চিত করতে আমরা একটি কমিটিও তৈরি করছি। ’

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version