Home Uncategorized ঘরে সাপ রেখে দেশ নিরাপদ থাকতে পারে না: কর্নেল অলি

ঘরে সাপ রেখে দেশ নিরাপদ থাকতে পারে না: কর্নেল অলি

 রাষ্ট্রপতির পদত্যাগ চায় জনগণ

0
ছবি - সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, জনগণ অবৈধ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চায়। ঘরে সাপ রেখে দেশ নিরাপদ নিরাপদ থাকতে পারে না।

শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় কাউন্সিল উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, দেশদ্রোহিতার অভিযোগে আওয়ামী লীগকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। দলটির নেতাদের বক্তব্য যেসব মিডিয়া প্রচার করবে, তাদের তালিকা তৈরি করতে হবে।

তিনি বলেন, রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো থাকবে কেন? তবে প্রয়োজনীয় সংস্কারের পরই একটা নির্বাচন দিতে হবে। কারণ, সংস্কার না হলে সব রাজনৈতিক দলের জন্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।

সংস্কারে অন্তর্বর্তী সরকার অনেকটাই ধীরগতি। তাই কাজে গতি আনার আহ্বান জানিয়েছেন অলি আহমদ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version