Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলার স্যাটেলাইট ছবিতে ইরানে যে তথ্য প্রকাশ হলো

ইসরায়েলি হামলার স্যাটেলাইট ছবিতে ইরানে যে তথ্য প্রকাশ হলো

0
সংগৃহীত ছবি

 আন্তর্জাতিক ডেস্ক: শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত তিন দফায় ইরানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সেই হামলার ছবি প্রকাশ করেছে একটি বাণিজ্যিক স্যাটেলাইট। এতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইলে ব্যবহৃত সলিড ফুয়েল ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইহুদিবাদী সেনারা। পৃথক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন দুই গবেষক।

ওই দুই গবেষকের একজন হলেন, জাতিসংঘের সাবেক ওয়েপন ইন্সপেক্টর এবং ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি রিসার্সের প্রধান ডেভিড আলব্রাইট। আরেকজন হলেন, ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্ক অ্যাসোসিয়েট রিসার্চ অ্যানালাইসিস এট সিএনএ’র ডেকার ইভিলেনথ।

এই দুই গবেষক জানিয়েছেন, ইসরায়েল তেহেরানের পার্শ্ববর্তী সামরিক ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে। ইভিলেনত বলেন, ইসরায়েল খোজিকে হামলা চালিয়েছে। যেখানে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন করে।
জুলাইয়ে এক প্রতিবেদন থেকে জানা যায়, খোজিরে ব্যাপক সম্প্রসারণের কাজ চলছে। ইভিলেনথ বলেন, ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ব্যাপক ক্ষতি করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ১ অক্টোবর ইরানের চালানো দুই শতাধিক ক্ষেপণান্ত্র হামলার প্রেক্ষিতে ইসরায়েলের বিমান বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং তেহেরানের আশেপাশসহ দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালায়।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েল ইলাম, খুজেস্তান এবং তেহরান ও এর পার্শ্ববর্তী এলাকায় হামলা চালাতে খুবই হালকা ওয়ারডেহ ব্যবহার করেছে।

ইভিলেনথ বলেন, বাণিজ্যিক স্যাটেলাইন ফার্ম থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ইসরায়েলের বিমান হামলায় খোজিরে দুটি ভবন ধ্বংস করা হয়েছে। যেখানে ইরানের ব্যালিস্টিক মিসাইলে সলিড ফুয়েল মেশানো হয়। সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version