Home বিনোদন সাদিয়া আয়মান মজেছেন নির্মাতা রনির প্রেমে !

সাদিয়া আয়মান মজেছেন নির্মাতা রনির প্রেমে !

0
ছবি সংগৃহীত

 বিনোদন ডেস্ক: নির্মাতা রেদওয়ান রনির জন্মদিন ছিল গত ২০ অক্টোবর। বিশেষ দিনটি উদযাপনের জন্য এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মীরা। যেখানে ছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মানও।

নির্মাতার জন্মদিনে সব অতিথির মধ্যে বিশেষভাবেই নজর কেড়েছেন তিনি। যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি। এরপর থেকেই গুঞ্জন উঠেছে, তবে কি প্রেম করছেন রনি-সাদিয়া? গুঞ্জন চলছে, ডুবে ডুবে জল খাচ্ছেন অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনি।

নেটিজেনরাও এ নিয়ে নানা মন্তব্য করছেন। তাদের ধারণা সামাজিক মাধ্যমে সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি। নির্মাতার এক পোস্ট ঘিরে শুরু হয়েছে এ ফিসফাস। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সাদিয়া আয়মান। তবে রহস্য জমিয়ে রাখলেন। দিলেন দায়সারা উত্তর।
রেদওয়ান রনির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অভিনেত্রী বলেন, সামাজিক মাধ্যমে মানুষ অনেক কিছুই বলে। এগুলো নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না।
যদি সত্যি হয়ে থাকে দুই পক্ষ থেকে বিষয়টি আসবে। সামাজিক মাধ্যমে এমনিতে মানুষ কত কিছুই বলে।

অভিনেত্রী সাদিয়া আয়মান

যে যা বলছেন, বলতে দেন। গত ২০ অক্টোবর রনির জন্মদিন উদযাপনের জন্য এক হয়েছিলেন তার সহকর্মীরা। এরমধ্যে ছিলেন সাদিয়া আয়মান, মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ। সে আয়োজনের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেন রনি। ক্যাপশনে লেখেন, এই সপ্তাহে সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোন কলে জন্মদিনের ভালোবাসা পাওয়ায় অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।এরপর লেখেন, আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একই সাথে আমি কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।

আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য। এদিকে রেদওয়ান রনির ছবিতে সহকর্মীদের অনেকে মন্তব্য করেছেন। সেখানে সাদিয়ার মন্তব্যটি যেন গুঞ্জন আরও উসকে দিয়েছে। কেননা তিনি লেখেন, আমার জীবনে যা পেয়েছি তার মাঝে তুমি সবচেয়ে সেরা। তারপর থেকেই বিষয়টি নিয়ে তুমুল চর্চা শুরু হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version