Home আন্তর্জাতিক সব ধরনের অস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা করা হবে: ইরান

সব ধরনের অস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা করা হবে: ইরান

0

 আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে শনিবার (২৬ অক্টোবর) ইসরাইলের যে হামলা করেছিল তার জবাব দেবে তেহরান। পাল্টা এই হামলায় ‘সম্ভাব্য সব ধরনের অস্ত্র’ ব্যবহার করা হবে বলেও জানিয়েছে দেশটি।

সোমবার (২৮ অক্টোবর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই এই ঘোষণা দেন। খবর রয়টার্সের।

সোমবার একটি সাপ্তাহিক টেলিভিশন সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরান ইসরায়েলের হামলার জবাব দিতে সব ধরনের অস্ত্র ব্যবহার করবে। হামলার ধরণ অনুসারে আমাদের প্রতিক্রিয়াও একই ধরনের হবে।

তবে এর বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।

রোববার (২৭ অক্টোবর) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইরানী কর্মকর্তারা ঠিক করবেন ইসরায়েলে হামলা কীভাবে চালানো হবে এবং কীভাবে তাদের শক্তি প্রদর্শন করা হবে।

আরো পড়ুন    ইসরায়েলের হামলাকে ‘হালকাভাবে’ নেওয়া উচিত হবে না: খামেনি

তিনি আরও বলেন, ইসরায়েলের হামলাকে ছোট করে দেখার কিছু নেই, আবার খুব বড় করেও দেখা ঠিক হবে না।

ইরানের মাটিতে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হামলার কথা উল্লেখ করে আইআরজিসি প্রধান একটি চিঠি লেখেন সেনাপ্রধান কমান্ডার মেজর জেনারেল আবদোলরহিম মুসাভির কাছে। যেখানে ইসরায়েলে অপরাধের পরিণতি দখলদারদের জন্য অকল্পনীয় হবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে, গত শনিবার ভোরে তেহরান এবং পশ্চিম ইরানে ক্ষেপণাস্ত্র কারখানা ও অন্যান্য সাইটগুলোতে ইসরায়েলে কয়েক দফা বিমান হামলা চালায়, যার ফলে ইরানের ৪ সেনা নিহত হন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version