Home খেলার খবর ছাদ খোলা বাস প্রস্তুত সাবিনাদের বরণ করতে

ছাদ খোলা বাস প্রস্তুত সাবিনাদের বরণ করতে

0

স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলে আজ দেশে ফিরছেন বাংলাদেশের মেয়েরা। ইতোমধ্যে সাফজয়ীদের জন্য প্রস্তুত করা হয়েছে ছাদ খোলা বাস। চ্যাম্পিয়নদের ছবি দিয়ে বাস সাজানোর কাজ শেষ হয়েছে। দুপুর সোয়া দুইটায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা।

দেশে ফিরতে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন সাবিনারা। হোটেলে কেক কাটার পাশাপাশি স্টাফরাও ছবি তোলেন সাবিনাদের সঙ্গে।

সাবিনাদের বরণ করে নেওয়ার জন্য যে বাসটি প্রস্তুত করা হয়েছে তা ঢাকার কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে। সেই ছাদ খোলা বাসে করেই বাফুফে ভবনে পৌঁছাবে সাবিনারা।

 

বাস প্রস্তুত থাকার বিষয়ে বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, আমাদের ছাদ খোলা বাসটি আগের বানানো। আগে চারটি গাড়ির মধ্যে একটি গাড়ি আজকে সাফ বিজয়ীদের আনতে যাবে। বাফুফে আমাদেরকে বলামাত্র আমরা গাড়িটি ধুয়ে মুছে পরিষ্কার করেছি। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকগুলো শুধু গাড়িতে স্টিকার লাগিয়েছে। এখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের লোক আছে, বাফুফের লোকজন আছে। গাড়িটি আন্তর্জাতিক বাস ডিপোতে প্রস্তুত আছে।

বিআরটিসি বাসের দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবি স্থাপিত হয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে সেরা গোলরক্ষক রুপ্না চাকমার ট্রফি নেয়ার মুহুর্ত। ঋতুপর্ণা চাকমার ছবির উপরে রয়েছে কয়েকটি লোগো।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version