Home অর্থনীতি দুই দিন ধরে বন্ধ মাতারবাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে

দুই দিন ধরে বন্ধ মাতারবাড়ি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে

0
সংগৃহীত ছবি

 বিপ্লব বার্তা রিপোর্ট: কয়লা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে কক্সবাজারের মহেশখালীর ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র। কয়লা সংকটের কারণে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটেরই উৎপাদন বন্ধ রয়েছে। পুরোপুরি কয়লা আমদানি নির্ভর এ বিদ্যুৎকেন্দ্রটি চলতি মাসে চালু হওয়ার সম্ভাবনা কম।

আওয়ামী লীগ সরকারের আমলে করা ঋণনির্ভর এ মেগা প্রকল্পটির কর্তৃপক্ষ বলছে, চলতি নভেম্বরের শেষ দিকে বিদেশ থেকে কয়লা এলে এ সংকটের নিরসন হবে। অর্থাৎ এই মাসে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা কম। সবশেষ গত আগস্টের মাঝামাঝিতে জাপানের সুমিতমো করপোরেশন কয়লার সরবরাহ দিয়েছিল।

জানা গেছে, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিট ২০২৩ সালের জুলাই ও অপরটি ডিসেম্বরে চালু হওয়ার পর বিদ্যুৎ উৎপাদনের জন্য এখন পর্যন্ত সুমিতমো করপোরেশনের মাধ্যমে আনা হয় ২২ লাখ ৫ হাজার টন কয়লা। সেই মজুদ পুরোপুরি শেষ হয়ে গেছে।

আরো পড়ুন   প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি ঘোষণা

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, তিন বছর কয়লা সরবরাহের জন্য কোল পাওয়ার জেনারেশন কোম্পানি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। কিন্তু সাবেক প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ একটি প্রতিষ্ঠানকে বেআইনি সুবিধা দিতে দরপত্র আহ্বান প্রক্রিয়ায় ১০ মাস দেরি করে বলে অভিযোগ উঠে। ওই অনিয়মের অভিযোগ তুলে আদালতে অপর ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কয়লা আমদানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয় গত জুলাইয়ে। সেই আদেশটি পরে উচ্চ আদালতে স্থগিত করা হলেও দীর্ঘমেয়াদে কয়লা আমদানি অনিশ্চয়তার মুখে পড়ে।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পরিচালন) মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার জানান, কিছু মেন্টেইনেন্সের কাজ চলছে আর কয়লা সংকট এ দুটি কারণে গত বৃহস্পতিবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করছি, আগামী মাসে আবার চালু হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version