বিনোদন ডেস্ক: হত্যা নাকি আত্মহত্যা— সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কানাকানি আজও চলে। গুঞ্জনটি আরও উসকে দিলেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলী খান। সুশান্তকে হত্যা করা হয়েছে বলে দাবি তার। জড়িত একজনের নামও সামনে এনেছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমির দাবি, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতকে খুন করা হয়েছে, তিনি আত্মহত্যা করেননি। তার ময়নাতদন্তের রিপোর্ট বদলে ফেলা হয়েছে। তাতে সাহায্য করেছেন এমসের ময়নাতদন্ত বিভাগের সভাপতি চিকিৎসকর সুধীর গুপ্ত। তিনি নাকি সব জানেন।
সম্প্রতি অনুরাগীদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং সেশন’ খেলেন সোমি। সেখানে একজন তাকে জিজ্ঞেস করেন সুশান্ত সিংহের মৃত্যু নিয়ে তার কী মত। সোমি বলেন, “ওকে খুন করে আত্মহত্যা দেখানো হয়েছে। আপনারা এমসের চিকিৎসক সুধীর গুপ্তকে প্রশ্ন করুন না। কে পাল্টে দিল ওর ময়নাতদন্তের রিপোর্ট?”
আরো পড়ুন তাপসের ‘কালোঘর স্টুডিও’ কী হতো সেখানে রহস্যে ঘেরা ?
এর আগে কুপার হাসপাতালের মর্গের এক কর্মীর দাবি করেছিলেন সুশান্ত আত্মহত্যা করেননি। তাকে হত্যা করা হয়েছে। ওই হাসপাতালেই সুশান্তের মরদেহের ময়নাতদন্ত করা হয়। রূপকুমার শাহ নামে মর্গের ওই কর্মীর দাবি ছিল, সুশান্তের দেহ ও গলায় একাধিক ক্ষতের দাগ ছিল।
২০২০ সালের জুনে মুম্বাইয়ের আবাসন থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, আত্মহত্যাই করেছেন সুশান্ত। যদিও তার পরিবার দাবি করে, খুন করা হয়েছিল অভিনেতাকে। মুম্বাই পুলিশের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং সিবিআই সুশান্তের মৃত্যুর তদন্ত করেছিল।