Home খেলার খবর বিশ্রামে অস্ট্রেলিয়ার অধিনায়ক, দায়িত্বে ইংলিস

বিশ্রামে অস্ট্রেলিয়ার অধিনায়ক, দায়িত্বে ইংলিস

0

 স্পোর্টস ডেস্ক: সামনেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। তাই পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বড় তারকাদের বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্রাম পাচ্ছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। তার অবর্তমানে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন জশ ইংলিস। টি-টোয়েন্টি সিরিজেও একই দায়িত্ব পালন করবেন তিনি।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায় তৃতীয় ওয়ানডেতে প্যাট কামিন্সসহ বিশ্রামে থাকবেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথরা। তাদের জায়গায় স্কোয়াডে ঢুকবেন জাভিয়ের বারলেট, স্পেন্সার জনসন ও জশ ফিলিপ।

নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মিচেল মার্শও পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য ২৯ বছর বয়সী উইকেটকিপার ইংলিসকে বেছে নেওয়া হয়েছে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর।

প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অন্যতম সদস্য ইংলিস। তাছাড়া মাঠ ও মাঠের বাইরে ভীষণ সম্মানিত একজন ব্যক্তি। সে অস্ট্রেলিয়া এ- দলকেও নেতৃত্ব দিয়েছে। ফলে এই দায়িত্বে সে কৌশলগত ও ইতিবাচক বিষয়টা নিয়ে আসতে পারবে।’

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ২ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচ শুক্রবার। কামিন্সের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। পার্থে যার প্রথম টেস্ট শুরু ২২ নভেম্বর।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version