Home বিনোদন ভাইরাল সামান্থা-বরুণের ঘনিষ্ঠ দৃশ্য, চলছে সমালোচনা

ভাইরাল সামান্থা-বরুণের ঘনিষ্ঠ দৃশ্য, চলছে সমালোচনা

0

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত টিভি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। বুধবার (৬ নভেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এটি। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।

টিভি সিরিজটি মুক্তির পর সামান্থা-বরুণের চুম্বন দৃশ্য ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। তা ছাড়াও সামান্থার স্বল্প বসনের বেশ কিছু স্থিরচিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এসব দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা চলছে।

বিশেষ করে সামান্থা-বরুণের বেশ দীর্ঘ চুম্বন দৃশ্য নিয়ে চর্চা বেশি হচ্ছে। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) চুম্বন দৃশ্যের ভিডিও ক্লিপ শেয়ার করে আদি নামে একজন লিখেন— ‘নির্মম সামান্থা।’ বিজু লেখেন, ‘প্রচন্ড নির্দয়।’ অনেকে সামান্থার অভিনয়ে মুগ্ধতা প্রকাশ করে তাকে স্বাগত জানিয়েছেন।

প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত মার্কিন সিরিজের হিন্দি রিমেক ‘সিটাডেল: হানি বানি’। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিরিজ পরিচালনা করেছেন রাজ ও ডিকে। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন— সিকান্দার খের, সিমরান বাগ, ভুবন আরোরা, শশাঙ্ক প্রমুখ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version