Home আন্তর্জাতিক শান্তি চাইলে বিদ্রোহীদের জন্য দরজা খোলা: মিয়ানমার জান্তাপ্রধান

শান্তি চাইলে বিদ্রোহীদের জন্য দরজা খোলা: মিয়ানমার জান্তাপ্রধান

0

আন্তর্জাতিক ডেস্ক:  চীন সফরে গিয়ে এক বৈঠকে মিয়ানমার জান্তাপ্রধান বলেছেন, বিদ্রোহীরা সত্যিকারের শান্তি চাইলে তাদের জন্য আলোচনার দরজা খোলা। মিন অং হ্লাইং চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে তার দেশের গৃহযুদ্ধের বিষয়ে আলোচনা করেছেন।

মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়া বৃহস্পতিবার বলেছে, ২০২১ সালের অভ্যুত্থানে ক্ষমতা দখলের পর বিদেশে মিয়ানমারের জান্তাপ্রধানের এটাই প্রথম সফর। মিন অং হ্লাইং মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে চীনে পৌঁছেছেন।

আরো পড়ুন     পরাজয় স্বীকার করে আবেগপূর্ণ বক্তৃতা কমলার

জান্তাপ্রধান এই সফরে চীনে বেশ কয়েকটি আঞ্চলিক বৈঠক করবেন। গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার (জিএনএলএম)-এর বৈঠকের বিবরণ অনুসারে, জান্তাপ্রধান মিন অং হ্লাইং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কুনমিংয়ে এক বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লিকে বলেছেন, ‘সশস্ত্র গোষ্ঠীগুলো রাজি হলে সামরিক বাহিনী শান্তির জন্য প্রস্তুত।’
জিএনএলএম প্রতিবেদন অনুসারে, মিন অং হ্লাইং লিকে বলেছেন, ‘যদি তারা (বিদ্রোহীরা) সত্যিকারের শান্তি চায় তাহলে শান্তির দরজা সব সময় খোলা থাকবে।’

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার সেনাবাহিনী এবং জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version