বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Homeবিনোদনবিয়ের সাজে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন বুবলী

বিয়ের সাজে ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন বুবলী

গেল ক’দিন ধরে সামাজিকমাধ্যম দাপিয়ে বেড়াচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের সাজের বেশ কিছু ছবি। যা নিয়ে চলছে তর্ক-বিতর্কও।

কেউ বলছেন, বিয়ের পিঁড়িতে বসেছেন এই চিত্রনায়িকা। আবার কারও কথায়, এটি বুবলীর আগের ছবি যা প্রকাশ্যে এসেছে এবার।
নেটিজেনদের অনেকেই জানতে চেয়েছেন, বিয়ের সাজে বুবলীর পাশে থাকা ছেলেটি (বর) কে?

ছবিগুলো নিয়ে ইতোমধ্যেই কথা বলেছেন এর কোরিওগ্রাফার গৌতম সাহা। তার ভাষ্য, বুবলীকে নিয়ে তিনটি শুট করেছি। ওয়েডিং, হলুদ ও মেহেদী। সে খুব আন্তরিকতার সঙ্গে সময় দেয়। সময় মত কাজে চলে আসে। ওর সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।

তিনি আরও জানান, বুবলীর সঙ্গে থাকা ছেলে মডেলের নাম ওয়াসিফ খান।

ছবিগুলো নিয়ে এবার মুখ খুললেন নায়িকা নিজেই। বুবলী জানান, এমন একটা আলোচনা সৃষ্টি হতে পারে সেটা তারা আগেই অনুমান করেছিলেন। সেদিক থেকে তাদের ফটোশুটটা সাকসেসফুল হয়েছে বলেই মনে করছেন বুবলী।

বুবলীর কথায়, সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজেটিভলি নিবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে।

যোগ করে বুবলী আরও বলেন, আমরা যদি নতুনদের সঙ্গে কাজ না করি, বিশেষ করে আমার ক্যারিয়ারের ৮-৯ বছর হয়ে গেছে… সেই আমরা যদি কিছু ভিন্নতা যদি না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবে না।

এদিকে, বুবলী বর্তমানে ব্যস্ত রয়েছেন ‘পিনিক’ সিনেমার কাজ নিয়ে। এরইমধ্যে সিনেমাটির অধিকাংশ শুটিং শেষ হয়েছে। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় বুবলীর বিপরীতে রয়েছেন আদর আজাদ। সব ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img

এই বিভাগের অন্যান্য সংবাদ