স্টাফ রিপোর্ট: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম তোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে সোনামুখী বাজার এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সালাম তোতা উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, আদালতে তোতার বিরুদ্ধে অর্থ সংক্রান্ত একটি মামলা ছিল। সেই মামলায় তাকে আটক করে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।