স্বাস্থ্য ডেস্ক: স্ট্রোকের লক্ষণ নিয়ে অনেক ভুল ধারণা প্রচলিত আছে। অনেকেই ভাবেন শুধু একদিকেই প্যারালিসিস হয়ে যাওয়া মানেই স্ট্রোক। কিন্তু এই ধারণা সব সময় সঠিক নয়। মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহের ঘাটতি দেখা দিয়ে যদি আক্রান্ত অংশের কোষ নষ্ট হয় তবে তাকে স্ট্রোক বা ব্রেন স্ট্রোক বলে।
বর্তমান বিশ্বে স্ট্রোক মানুষের মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
উপসর্গ
মস্তিষ্কের অংশ বিশেষ নষ্ট হওয়ায় রোগীর দেহে বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দেয়। সবার যে একই রকম উপসর্গ দেখা দেয় তা কিন্তু নয়। একেকজনের ক্ষেত্রে একেক রকম হয়।
আরো পড়ুন Tag Template – COV-19 Italy Report PRO
কারো ক্ষেত্রে শরীরের ডান বা বাঁ অংশ অবশ হয়ে যায়। আবার কারো কারো কথা বলতে বা কথা বুঝতে সমস্যা হয়। অনেক সময় রোগী বিভ্রান্তির মধ্যে পড়ে। কথা জড়িয়ে আসা, একটা চোখে অথবা দুই চোখে দেখতে সমস্যা হওয়া, চোখে ঝাপসা দেখা, চলাফেরা করতে না পারা, চলাফেরায় ভারসাম্য নষ্ট হওয়া, বিভিন্ন অঙ্গের কার্যক্রমে অসামঞ্জস্য দেখা দেওয়া, তীব্র মাথা ব্যথা ইত্যাদিও কিন্তু স্ট্রোকের উপসর্গ।
সব সময় সবার ক্ষেত্রে একই রকম উপসর্গ না-ও হতে পারে। এ নিয়ে আশা করি সবাই সচেতন হবে।
করণীয়
স্ট্রোক হলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। লক্ষণ বুঝতে সমস্যার কারণে অনেকে দেরিতে হাসপাতালে আসেন। এর ফলে মূল্যবান সময় অপচয় হয়।
তাই উপরোক্ত কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত।