বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Homeঅপরাধআটক সাবেক অতিরিক্ত সচিব , জব্দ ১১টি আইফোনসহ নগদ টাকা

আটক সাবেক অতিরিক্ত সচিব , জব্দ ১১টি আইফোনসহ নগদ টাকা

স্টাফ রিপোর্ট: পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনকে আটক করা হয়েছে। এ সময় তার ছেলেকেও আটক করা হয়। অভিযানকালে জব্দ করা হয় ১১টি আইফোনসহ কোটি টাকা।

রোববার (৩ নভেম্বর) রাতে উত্তরা ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ওই বাসায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। প্রায় চার ঘণ্টার অভিযান শেষে আমজাদ ও তার ছেলেকে আটক করা হয়।

আরো পড়ুন  গণভবন থেকে লুট হওয়া অস্ত্র সংগ্রহ করেছে কারাগার থেকে বেরিয়ে যাওয়া সন্ত্রাসীরা

অভিযানে তাদের বাসা থেকে বিপুল দেশি-বিদেশি নগদ অর্থ এবং মূল্যবান সামগ্রী জব্দ করা হয়। এর মধ্যে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরের বাসিন্দা আমজাদ হোসেন ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকে অবসর নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ

- Advertisement -spot_img

এই বিভাগের অন্যান্য সংবাদ